হোম > ছাপা সংস্করণ

নৌকাকে জেতাতে মাঠে বিএনপি-জমিয়ত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন হাদীকে ঠেকাতে এককাট্টা হয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ, বিএনপি, হেফাজতসহ একাধিক দল। দলের নেতা-কর্মী ও সমর্থকেরা দফায় দফায় বৈঠক করছেন। নৌকার প্রার্থী মজিবুর রহমান নৌকার জন্য নয়, নিজের জন্য ভোট চাইছেন।

আওয়ামী লীগ ও বিএনপিকে একই মঞ্চে সচরাচর দেখা না গেলেও রাজানগর ইউপিতে দেখা গেছে ব্যতিক্রম দৃশ্য। নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান।

কিন্তু নৌকার সমর্থনে ইউনিয়নের সৈয়দপুর বাজার, রাজানগর বাজারসহ বেশ কিছু নির্বাচনী সভায় বক্তব্য রাখার পাশাপাশি ভোট চাইতে দেখা গেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন খান খোকন, বিএনপি নেতা ফরহাদ হোসেন বুলেট, যুবদল নেতা নজরুল ইসলাম বাপ্পী, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি নাফিস আহমেদসহ বিভিন্ন নেতা–কর্মীদের।

বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন খান খোকন বলেন, ‘আমাদের পুরো ইউনিয়নের ভালো মন্দ চিন্তা করতে হবে, সুযোগ-সুবিধা দেখতে হবে।’

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন এ বিষয়ে বলেন, ‘আমরা দলীয়ভাবে নির্বাচন বর্জন করেছি। যেখানে আমরা নির্বাচনেই অংশ নিচ্ছি না, সেখানে নৌকার পক্ষে ভোট চাওয়ার প্রশ্নই ওঠে না। মৌখিকভাবে নেতা–কর্মীদের বলে দেওয়া হয়েছে সব জায়গায় নৌকার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। যেসব নেতা-কর্মী নৌকার পক্ষে কাজ করছেন দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ