হোম > ছাপা সংস্করণ

প্রধানমন্ত্রীর জন্মদিনে বৃক্ষ রোপণসহ নানা আয়োজন

রাজশাহী, বাগমারা, মোহনপুর ও চারঘাট প্রতিনিধি

রাজশাহীতে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা ও মহানগর আওয়ামী লীগ ছাড়াও উপজেলা পর্যায়েও দিনটি উদ্‌যাপন করা হয়।

সকালে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে দলীয় কার্যালয়ের পাশে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দলীয় কার্যালয়ে কেক কাটার পর আলোচনা সভা হয়। এরপর প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে দোয়া করা হয়। আলোচনা ও দোয়া শেষে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও গরিব নারীদের সেলাই মেশিন দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহানগরীর অলোকার মোড়ে দলীয় কার্যালয়ে বিকেলে কেক কাটা হয়। এরপর প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয় স্কুলমাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র খায়রুজ্জামান লিটন বেলুন উড়িয়ে ও বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নানা প্রজাতির ৭৫টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সকালে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়েও (রামেবি) স্মারকবৃক্ষ রোপণ করা হয়েছে। সকালে উপাচার্যের পক্ষে চারা রোপণ করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিব।

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) দিনটি উদ্‌যাপন করেছে অটিস্টিক শিশুদের সঙ্গে। বিকেলে ফাউন্ডেশন ফর ওমেন অ্যান্ড চাইল্ড অ্যাসিসট্যান্সের (এফডব্লিউসিএ) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাগমারায় ২৭ হাজার মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। উপজেলা ১৬টি ইউনিয়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে চলে এই গণ টিকা কার্যক্রম। সারিতে দাঁড়িয়ে নিয়ম মেনে টিকা নিয়েছেন লোকজন।

মোহনপুরের কেশরহাট পৌরসভার কেশরহাট উচ্চবিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্থানে টিকা দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলে।

চারঘাটে ১০ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। তবে টিকা নিতে কয়েক গুণ বেশি লোক সমাগম ঘটে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ