হোম > ছাপা সংস্করণ

নার্সের মরদেহ উদ্ধার কথিত প্রেমিক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতাল থেকে সোনিয়া আক্তার (২০) নামের এক সহকারী নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত ১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ এলাকার আজিজুর রহমানের মেয়ে। পুলিশের ধারণা, কীটনাশক খেয়ে ওই তরুণী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তাঁর কথিত প্রেমিককে আটক করেছে পুলিশ।

হাসপাতাল ও পুলিশের একটি সূত্র জানায়, সোনিয়া আক্তার প্রায় তিন বছর আগে আল ফালাহ হাসপাতালে সহকারী নার্স হিসেবে যোগদান করেন। চাকরির সুবাদে পাশের রেসিডেন্সিয়াল স্কুলের কর্মচারী মোহাম্মদ শীতলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শীতলের বাড়ি জেলার কসবা উপজেলার নেমতাবাদে। দুই বছর ধরে সোনিয়া ও শীতলের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি তাঁদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।

সবশেষ গত রোববার সন্ধ্যায় দুজনের সরাসরি সাক্ষাতে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সোনিয়াকে থাপ্পড় দেন শীতল। এরপর সোনিয়া তাঁর হাসপাতালে গিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় প্রেমিক শীতলকে আটক করেছে পুলিশ।

সোনিয়ার মামা মনির হোসেন বলেন, ‘হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। অথচ হাসপাতালের কেউ আমাদের এখনো কিছু জানায়নি এবং মর্গেও কেউ আসেনি।তার মৃত্যুর সঠিক কারণ জানতে চাই।’

সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, সোনিয়া আক্তার ‘কেরির বড়ি’ খেয়ে আত্মহত্যা করেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ