পাইকগাছায় ধর্ষণেচেষ্টা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের লস্কর-পাইকগাছা মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তার বলেন, ‘গত ১২ সেপ্টেম্বর দুপুরে মিনারুল সরদার (২৬) স্কুলপড়ুয়া এক মেয়েকে ধর্ষণেচেষ্টা করায় তাঁর পিতা পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মিনারুলের নামে পূর্বে নারী নির্যাতন মামলাসহ অনেক অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মেয়েদের উত্ত্যক্ত করে এলাকার পরিবেশ বিনষ্ট করছে।’
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মো. জিন্নাত আলী গাজী, মো. ইসলাম সরদার, মো. ইব্রাহিম সরদার, ফয়সাল আহম্মেদ, হোসনেয়ারা পারভিন, সোনিয়া খাতুন, তসির সরদার, ফয়সাল আহম্মদ, ইকরামুল গাজী, লুৎফর মালী, হাফিজুর রহমান, কাশেম গাজী মনজুয়ারা বেগম, নাজমা বেগম প্রমুখ।