বরিশাল নদী বন্দরে ব্যাটারিচালিত থ্রি হুইলার গাড়ি থেকে চাঁদাবাজির বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকেরা। এ সময় বিক্ষোভ মিছিলও করেছেন তাঁরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নদী বন্দরের সামনে থ্রি হুইলার চালক-শ্রমিকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিক মো. জালাল বলেন, করোনার কারণে মাহেন্দ্র ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের আয় কমে গেছে। এর মধ্যে প্রতি রাতে নদী বন্দর এলাকায় লঞ্চের যাত্রী পরিবহন করার জন্য তারা গাড়ি নিয়ে এলে ভাটার খাল এলাকার সুমন ও চাঁদমারী মাদ্রাসা গলির রাজিব, ফয়সাল ও মিলন সিরিয়াল দেওয়ার জন্য চাঁদা আদায় করেন। তাদের নানা সমস্যার কথা অনেকবার বলেছেন ইউনিয়ন নেতাদের। কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ নেননি।
আন্দোলনরত শ্রমিকেরা আরও অভিযোগ করেন, থ্রি হুইলার মাহেন্দ্র, সিএনজি যাত্রী পরিবহন করার জন্য নদী বন্দরে এলে সুমন ও তার সহযোগীরা সিরিয়াল দেওয়ার জন্য অগ্রিম ৫ হাজার থেকে ১০ হাজার টাকা এবং প্রতি রাতে এক গাড়ি থেকে ১০০ টাকা আদায় করেন। প্রতিবাদ করলে মারধরের শিকার হতে হয়। তাই চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে শ্রমিক গাড়ি বন্ধ করে বিক্ষোভ করেছেন।
বরিশাল মহানগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস বলেন, নদী বন্দর এলাকায় কোনো গাড়ি থেকে কেউ চাঁদাবাজি করলে আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সুমন, ফয়সাল, ও মিলনকে ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি।