গাজীপুরের কালিয়াকৈর নাসির দেওয়ান (৩৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার লতিফপুর জোড়া সেতু এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নাসির দেওয়ান টাঙ্গাইলের নাগরপুর থানার সলিমাবাদ এলাকার যরু দেওয়ানের ছেলে। তিনি বাক্প্রতিবন্ধী ছিলেন। কালিয়াকৈরের সাহেববাজার এলাকায় তাপস মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী ছিলেন নাসির।
পুলিশ জানায়, গত সোমবার রাতে তাপস মিষ্টান্ন ভান্ডারের কাজ শেষে চলে যান নাসির। পরদিন মঙ্গলবার সকালে উপজেলার লতিফপুর জোড়া সেতু এলাকায় জননী মৎস্য খামারে তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে পানিতে ডুবে নাসিরের মৃত্যু হয়েছে।