হোম > ছাপা সংস্করণ

আল্লাহর ওপর ভরসা

ড. এ এন এম মাসউদুর রহমান

আল্লাহর ওপর ভরসা করা ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য। এমন মানুষকে আল্লাহ ভালোবাসেন। কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর কাজে-কর্মে তাদের সাথে পরার্মশ করো। এরপর যখন সংকল্প করবে, তখন আল্লাহর ওপর ভরসা করবে। নিশ্চয়ই আল্লাহ তাঁর ওপর ভরসাকারীদের ভালোবাসেন।’ (সুরা আল-ইমরান: ১৫৯) আরও ইরশাদ হচ্ছে, ‘যে আল্লাহর ওপর ভরসা করে (সে নিশ্চিন্ত)। কারণ আল্লাহ নিশ্চয়ই পরাক্রমশালী, প্রজ্ঞাবান।’ (সুরা আনফাল: ৪৯)

আল্লাহর ওপর ভরসাকারীরা সত্যানুরাগী হয়ে থাকেন। আল্লাহ বলেন, ‘অতএব আল্লাহর ওপর ভরসা করো; কারণ তুমি সুস্পষ্ট সত্যের ওপর অধিষ্ঠিত আছো।’ (সুরা নামল: ৭৯) আল্লাহ নিজেই তাঁর ওপর ভরসাকারীর জন্য জিম্মাদার হয়ে যান। তিনি বলেন, ‘আর যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাঁর উদ্দেশ্য পূর্ণ করবেনই।’ (সুরা তালাক: ৩) এর পরেও কত মানুষ বিভিন্ন মাখলুক তথা সৃষ্টির কাছে সম্পদ, সন্তান অথবা দুনিয়ার কল্যাণ কামনা করে থাকে, যা কোরআন-হাদিসের চেতনা পরিপন্থী।

আল্লাহর ওপর ভরসা করার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাঁর ওপর নির্ভরশীল বান্দাদের অগণিত জীবিকা প্রদান করেন, পার্থিব সব সমস্যার সমাধান করেন এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে তাদের মর্যাদা সুউচ্চ করেন। মহানবী (সা.) বলেন, ‘তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর ওপর নির্ভরশীল হতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয়, সেভাবে তোমাদেরও রিজিক দেওয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে।’ (তিরমিজি)

বিপদ-আপদে নিরাশ না হয়ে কেবল আল্লাহর ওপর ভরসা করা এবং সৎ জীবিকার জন্য চেষ্টা করা আমাদের একান্ত দায়িত্ব।

ড. এ এন এম মাসউদুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ