হোম > ছাপা সংস্করণ

বড় পর্দায় ব্যস্ত হচ্ছেন ইরফান সাজ্জাদ

টেলিভিশনে নিয়মিত দেখা গেলেও ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমার পর বড় পর্দায় আর দেখা যায়নি ইরফান সাজ্জাদকে। অপেক্ষা করছিলেন ভালো গল্প ও চরিত্রের জন্য। এর মধ্যে পেরিয়ে গেছে ছয় বছর। অবশেষে অর্ধযুগ পর ইরফান সাজ্জাদ ব্যস্ত হচ্ছেন সিনেমায়। ইতিমধ্যে শেষ করেছেন দুটি সিনেমার কাজ। একটি অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’, অন্যটি বিপ্লব হায়দারের ‘আলী’। 

দীর্ঘ সময় পর সিনেমার কাজে ফেরা প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘সিনেমার প্রথম জার্নিটা ছিল আমার জন্য শেখার। টানা কয়েকটি সিনেমার কাজ শেষে মনে হয়েছিল আমার বিরতি দরকার। কেননা শুধু সংখ্যা বাড়াতে চাচ্ছিলাম না। নিজেকে আরও প্রস্তুত করার চ্যালেঞ্জটাও ছিল। এর মাঝে আমার পারিবারিক জীবনে একটা দুর্ঘটনা ঘটে যায়। দুই বছর আগে থেকেই সিনেমার ভালো কিছু প্রস্তাব আসছিল। কিন্তু আমি তখন অভিনয় থেকে দূরে। একসময় সিদ্ধান্ত নিলাম বড় পর্দা দিয়েই অভিনয়ে ফিরব। অনম দাদার ‘ফুটবল ৭১’ সিনেমার প্রস্তাব পেলাম। এ সিনেমার কাজ শেষ করার পর ‘আলী’ সিনেমার চিত্রনাট্য পেলাম। পড়েই মনে হলো আমি যে ধরনের কাজ নিয়ে দর্শকের সামনে ফিরতে চাচ্ছিলাম, এটি সেই গল্প।’

সরকারি অনুদানে নির্মিত ফুটবল ৭১ সিনেমায় স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্বগাথার পাশাপাশি থাকবে মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের গল্প। ইরফান সাজ্জাদ ছাড়াও আছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া প্রমুখ। অন্যদিকে আলী সিনেমায় ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন তাশদিক নমিরা। 

এ দুটি সিনেমা ছাড়াও ইরফান সম্প্রতি শেষ করেছেন শিহাব শাহীনের ‘বাবা সামওয়ান ফলোয়িং মি’ ওয়েব সিনেমার কাজ। কথা চলছে আরও কয়েকটি সিনেমা নিয়ে। ইরফান সাজ্জাদ বলেন, ‘সিনেমায় ব্যস্ত হচ্ছি মানে শুধু হিরো হতে চাই, ব্যাপারটা এমন নয়। আমি অভিনয় করতে চাই। নিজের অভিনয়ের ক্ষুধাটা মেটাতে চাই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ