হোম > ছাপা সংস্করণ

ইচ্ছেপূরণের গল্প

সবই আছে ছোট্ট মেয়েটির জীবনে। মাতৃহীন আরোহী সবার আদরে বড় হচ্ছে। জীবনে কখনো ‘না’ শুনতে অভ্যস্ত নয় সে। তবে নেই শুধু তার মা। জন্মদিনে শত উপহার পেয়েও আরোহীর মন ভরে না। বাবা অনিরুদ্ধর কাছে তার একটাই চাওয়া, মা এনে দিতে হবে। কিন্তু পুরোনো আঘাত ভুলে নতুন করে জীবন শুরু করার জন্য এখনো প্রস্তুত নয় অনিরুদ্ধ। মেয়েকে সাফ জানিয়ে দেয়, তিনিই তার বাবা, তিনিই মা। মন গলে না আরোহীর। বাধ্য হয়ে সে সিদ্ধান্ত নেয়, নিজেই খুঁজে আনবে মাকে। কেমন মা চাই তার, একটা চেকলিস্টও তৈরি করে—সুন্দর চোখ, কপালে টিপ, লম্বা চুল, মিষ্টি হাসি।

এমন গল্প নিয়ে কালারস বাংলায় গতকাল থেকে শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘তুমিই যে আমার মা’। এতে আরোহী চরিত্রে অভিনয় করেছে আরাধ্য বিশ্বাস। বাবা চরিত্রে আছেন সুমন দে। ‘নকশি কাঁথা’, ‘ক্ষীরের পুতুল’, ‘করুণাময়ী রাণী রাসমণি’সহ অনেক সিরিয়ালের পরিচিত মুখ সুমন। তাঁর বিপরীতে আছেন প্রিয়া মণ্ডল। এর আগে একাধিক ধারাবাহিকে ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের চরিত্রেই দেখা গেছে প্রিয়াকে।

পারিবারিক গল্পের সিরিয়াল ‘তুমিই যে আমার মা’র প্রচার উপলক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে কালারস বাংলা চ্যানেল। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঘুরছে সিরিয়ালের পোস্টারে সজ্জিত মিনিট্রাক। দর্শকদের নিয়ে আয়োজন করেছে বিভিন্ন গেম শো, থাকছে পুরস্কারের ব্যবস্থাও।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ