ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির বিষখালী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঝালকাঠি সদর থানা-পুলিশ গতকাল সোমবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে লঞ্চঘাট এলাকায় নিয়ে আসে। এ সময় কয়েকজন স্বজনকে শনাক্তের জন্য দেখান।
তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। গায়ে কালো গেঞ্জি ও পেটে পোড়া দাগ রয়েছে বলে জানান পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম।
এই যুবক লঞ্চযাত্রী বলে ধারণা ফায়ার সার্ভিস সদস্যদের। ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, তবে এখনো তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।