তেল গ্যাসসহ নিত্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানিকগঞ্জ জেলা কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে শহিদ রফিক সড়কের মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি হয়।
মানববন্ধনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক আরশেদ আলী, জেলা যুব ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান সেন্টু, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি এম আর লিটন ও সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ প্রমুখ।