নাগরিকদের হয়রানি কমাতে ‘ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা’ রোধে হাইকোর্টের ৭ দফা নির্দেশনা বাস্তবায়নের দাবি জানিয়েছে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন। গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় থেকে ‘রুখে দাও ভুয়া ওয়ারেন্ট সিন্ডিকেট ও ভুয়া গ্রেপ্তার-বাণিজ্য’ স্লোগান দেওয়া হয়।
আদালতে কর্মরত অসাধু মুহুরি, কর্মচারী ও আইনজীবীদের যোগসাজশে ভুয়া ওয়ারেন্ট সিন্ডিকেট ও ভুয়া গ্রেপ্তার-বাণিজ্য বন্ধে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ চৌধুরী বলেন, প্রতারকচক্র আদালতের সিল, স্বাক্ষর ও কাগজ জাল করে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা তৈরির পর আদালত থেকে ডাকযোগে পাঠিয়ে দেয়। এতে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।