হোম > ছাপা সংস্করণ

চার আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের চার আইনজীবীর সদস্যপদ স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে তাঁদের সনদ বাতিলের জন্য বার কাউন্সিলে সুপারিশ করা হবে বলে জানা গেছে। গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

তাঁরা হলেন মো. শামসুর রহমান, মো. ফয়েজ আলী, কার্তিক চন্দ্র দাশ ও জোবায়ের মো. আওরঙ্গজেব। তাঁদের বিরুদ্ধে পেশাগত অসদাচরণ, জালিয়াতি, আদালতের নথি থেকে চেক চুরির অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের চার সদস্য পেশাগত অসদাচরণ ও অপরাধ করেছেন। এ কারণে তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাধারণ সভা আহ্বান করা হয়। সাধারণ সভায় সর্বস্তরের আইনজীবীরা একমত হয়েছেন। আমরা এ সিদ্ধান্ত খুব দ্রুত বার কাউন্সিলে জানাব। এ ব্যাপারে বাকি কাজ বার কাউন্সিল করবে।’

বার কাউন্সিলে সনদ বাতিল হলে সমিতির সদস্য পদও বাতিল করা হবে উল্লেখ করে জিয়াউদ্দিন বলেন, ‘পরে আদালত পাড়ায় তাঁদের আর কোনো কার্যক্রম থাকবে না। ইতিমধ্যে আমরা তাদের আইনজীবী শনাক্তকরণ নম্বর (লিন) সমিতির সার্ভার থেকে ব্লক করেছি।’

জানা গেছে, মো. শামসুর রহমান ১৯৯৪ সালে, মো. ফয়েজ আলী ২০১৮ সালে, কার্তিক চন্দ্র দাশ ২০১৬ সালে ও জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব ২০১২ সালে বার কাউন্সিলে তালিকাভুক্ত হন। অন্য পেশায় যুক্ত শামসুর রহমানের বিরুদ্ধে সমিতিতে একাধিক প্রতারণার অভিযোগ এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির অর্থ সম্পাদক নজরুল ইসলাম জানান, মো. ফয়েজ আলীর আদালতে চাকরি দেওয়ার নামে এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন। তাঁর বিরুদ্ধে বিচারকের সাক্ষর জাল করার মতো গুরুতর অভিযোগও রয়েছে।

এ ছাড়া কার্তিক চন্দ্র দাশের বিরুদ্ধে জাল সার্টিফিকেট দিয়ে বার কাউন্সিলের সদস্য হওয়ার অভিযোগ রয়েছে। আর জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের বিরুদ্ধে জেলা আদালত থেকে একটি মামলার নথির সঙ্গে থাকা চেক চুরি অভিযোগে নগরীর কোতোয়ালি থানায় মামলাও রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ