হোম > ছাপা সংস্করণ

প্রধানমন্ত্রী দেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করার মর্যাদা দিয়েছেন। সংকটময় মুহূর্তে শেখ হাসিনার দৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর জন্মদিনে খুলনা মহানগর আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দলের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট চিশতী সোহরাব হোসেন শিকদার, নগর সহসভাপতি বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শ্যামল সিংহ রায়, মল্লিক আবিদ হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন, দেশের সব সংকট মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া পদক্ষেপ আঞ্চলিক আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে। মিয়ানমারে নৃশংসতার শিকার রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন। সর্বোপরি তিনি বাংলাদেশকে আজ বিশ্বেও দরবারে মাথা উঁচু করার মর্যাদা দিয়েছেন।

আলোচনা সভা শেষে দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ