আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল বাতেন ও স্বতন্ত্র প্রার্থী শামসুল ইসলাম শামসুকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) করেছেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা জেসমীন আক্তার তাঁদের এ শোকজ করেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নোয়াগাঁও ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন তাঁর নির্বাচনী এলাকায় দুটি গেট/তোরণ নির্মাণ করে প্রচারণা চালাচ্ছেন। যা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন।
অপরদিকে একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শামসুল ইসলাম শামসু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে তাঁর নির্বাচনী এলাকায় নির্বাচনের ক্যাম্পে টেলিভিশন ও ভিসিআর ব্যবহার করেছেন। যা নির্বাচনের আচরণবিধিমালা লঙ্ঘন। আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠিতে বলা হয়।