সিরাজগঞ্জের তাড়াশে চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় তাড়াশ উপজেলা খাদ্য গুদাম চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম, কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা, উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার রহমান প্রমুখ।
তাড়াশ উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তাড়াশ উপজেলা খাদ্য গুদামে ৪০ টাকা কেজি দরে ১০৯ মেট্রিক টন চাল ও ২৭ টাকা কেজি দরে ৬৫৭ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। আগামী ৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ধান-চাল সংগ্রহ অভিযান।