পীরগাছা প্রতিনিধি
পীরগাছায় কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নজর মামদ গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত বর্ণি আক্তার (১৮) ওই গ্রামের ইটভাটা ব্যবসায়ী হারুন অর রশিদ বাবলুর মেয়ে। তিনি দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
এলাকাবাসী জানায়, বর্ণি গতকাল বিকেলে বাড়ির সবার অগোচরে নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বিকেল ৫টার দিকে পরিবারের লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।