চার দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ শিশু তানজিনা আক্তারের (৮)। সন্ধান চেয়ে নিখোঁজের ভাই মো. আল আমীন ভূঁইয়া গত শনিবার মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তানজিনা আক্তার উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, তানজিনা বুদ্ধিপ্রতিবন্ধী। প্রতিদিনের মতো সেদিন বিকেলেও সে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এরপরই নিখোঁজ হয় সে। আশপাশের গ্রাম, আত্মীয়স্বজদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর গত শনিবার নিখোঁজের বড় ভাই আল আমীন মদন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, এ বিষয়ে জিডি করা হয়েছে। শিশুটির সন্ধানের জন্য সব ধরনের আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।