নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় ছয়জন মারা গেছেন। নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩২৯ জন, যা গত দেড় মাসে সর্বোচ্চ। এর আগে গত ২৯ অক্টোবর ৩০৫ জন আক্রান্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ৩২৯ জনসহ দেশে করোনা সংক্রমিত মোট রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জন হয়েছে।
এদিকে করোনার নতুন ধরন ওমিক্রনে সংক্রমিত দুই নারী ক্রিকেটার ভালো আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।