যশোরের মনিরামপুরে করোনা শনাক্তের হার শূন্যের কোটায় পৌঁছেছে। গত দুই মাসে এ উপজেলায় কোনো করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হননি। গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রারানী দেবনাথ।
শুভ্রারানী দেবনাথ বলেন, ‘৯ অক্টোবরের পর থেকে মনিরামপুর হাসপাতালে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হননি। অন্য হাসপাতাল থেকেও কোনো পজিটিভ ফলাফল আসেনি। আপাতত এ উপজেলায় কোনো করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন নেই।’
শুভ্রারানী আরও বলেন, ‘হাসপাতালে খুব কম লোকই করোনা পরীক্ষা করাতে আসছেন। একদিন পর পর নমুনা সংগ্রহ করা হচ্ছে। সপ্তাহে চার থেকে পাঁচজনের নমুনা পরীক্ষা করা হয়। চলতি সপ্তাহে চারজনের নমুনা নেওয়া হয়েছে। যাঁদের ফলাফল নেগেটিভ। গত দুই মাসে ৪০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের সবারই নেগেটিভ ফলাফল এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন হাসপাতালে এসে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে ১ হাজারের বেশি নিবন্ধনকারী টিকা নিচ্ছেন। আগামী ১১ ও ১৪ ডিসেম্বর ৪৭টি ক্লিনিকে ১৯ হাজারের বেশি নিবন্ধনকারীকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।