ভালুকা পৌরসভার গ্লোরী ডায়িং কারখানার শ্রমিকেরা বেতন ও অতিরিক্ত কাজের ভাতার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করেছেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।
খবর পেয়ে ময়মনসিংহের শিল্প পুলিশ-৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওই কারখানার শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, ওই কারখানার চারটি সেকশনে প্রায় দুই হাজার ৬০০ নারী ও পুরুষ শ্রমিক হিসেবে কাজ করেন। প্রতি মাসের ৭ তারিখে তাদের বেতন ও অতিরিক্ত কাজের ভাতার টাকা পরিশোধ করার কথা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সঠিক সময়ে বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করেনি।
এর ফলে শ্রমিকেরা গত বুধবার বিকেলে কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিক্ষোভ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা বাসায় চলে যান।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাঁরা কাজে যোগদান করতে কারখানায় আসেন। তবে পরে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা মডেল থানার মোড়ে মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখেন।
খবর পেয়ে ময়মনসিংহ শিল্প পুলিশ-৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গতকাল বৃহস্পতিবারই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেছে। অতিরিক্ত কাজের ভাতার টাকাও দ্রুত পরিশোধ করে দেবেন বলে জানান। পরে শ্রমিকদের ছুটি দিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ।
কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) প্রিতেস সাহা জানান, শ্রমিকদের বেতনের টাকা দেওয়া হয়েছে। অতিরিক্ত কাজের ভাতার টাকাও পরিশোধ করা হবে।
শিল্প পুলিশ-৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতার টাকা পরিশোধ করছেন। অতিরিক্ত কাজের ভাতার টাকাও দিয়ে দেবে। কারখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।