নড়িয়ার ঘড়িসার বাজারে আগুনে পুড়ে গেছে ১৫টি কাঠ ও ফার্নিচারের দোকান। আশপাশের আরও ৭টি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার রাত ৩টার টার দিকে শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়ন ঘড়িসার বাজারে এই ঘটনা ঘটে।
আগুনের তীব্রতা বাড়তে থাকলে পাহারাদারদের ডাক-চিৎকার ও মসজিদের মাইক থেকে ঘোষণা শুনে দোকানদার ও এলাকাবাসী ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া দোকানের মধ্যে খালেক মাতবরের একটি, ছাত্তারের দুটি, সাহালম মালতের একটি, হোসেন মাঝির একটি, কাবুল খানের দুটি, বাদশা মাঝির একটি, কামাল খানের একটি, নূরে আলম হাওলাদারের একটি, কাদির শেখের একটি, নুরুল হক হাজির একটি ও মিন্টুর একটি দোকান রয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ছাত্তার ও খালেকের দোকানে প্রথমে আগুন লাগে বলে জানান স্থানীয় জনতা।
শরীয়তপুরের দমকল কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘ঘড়িসার বাজারে আগুনের খবর পেয়ে আমরা ছুটে যাই ও দ্রুত আগুন নেভাতে সক্ষম হই।’