কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাট জেলার সেরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ থানার এ টি এম গোলাম রসুল। গতকাল শুক্রবার তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ী দমনসহ নানান উদ্যোগ ও কর্মপরিকল্পনার কারণে পুলিশ সুপার আবিদা সুলতানা গোলাম রসুলকে জেলার সেরা ওসি নির্বাচিত করেছেন।
লালমনিরহাটের পুলিশ সুপার প্রতি মাসে পুলিশের প্রত্যেক স্তরের সদস্যের কাজের মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করছেন।