জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গোটা দেশের মতো গতকাল সকাল থেকে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘট চলছে বরিশালে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকটাই থমকে গেছে জনজীবন।
বরিশাল নগরীর নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের ভিড় দেখা গেছে। বাসের অপেক্ষায় যাত্রীরা টার্মিনালে দীর্ঘসময় অপেক্ষা করছেন। কাউকে কাউকে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে অটোরিকশা, মোটরসাইকেল, থ্রি-হুইলারে চেপে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে।
বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি মমিন উদ্দিন কালু বলেন, রূপাতলী বাস টার্মিনাল থেকে পর্যটনকেন্দ্র কুয়াকাটা ও খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার বা পরিবহন ভাড়া বাড়ানোর দাবি না মানায় সারা দেশে বাস এবং পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
আগৈলঝাড়ায়ও গতকাল শুক্রবার সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে। বাস কাউন্টারে ও সড়কে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেকেই ফিরে যেতে দেখা গেছে। আবার অনেকে হেঁটেই গন্তব্যে রওনা দিচ্ছেন।
তেলের দাম বাড়ানোর কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বাস চালক ওয়াসিম সন্যামত বলেন, হঠাৎ করেই একসঙ্গে প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘটনা এটাই প্রথম। এতে বাসের প্রতি ট্রিপেই খরচ বেড়ে গেছে কয়েক হাজার টাকা।
এদিকে মুলাদী-বরিশাল বাস চলাচল বন্ধে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সড়কে লেগুনা, মাহেন্দ্র, ইজিবাইক চলাচল করলেও দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। গুনতে হয়েছে বাড়তি ভাড়া। মুলাদী সিনেমা হলের সামনে গাড়ির অপেক্ষায় থাকা যাত্রী জানে আলম বলেন, ‘পরিবার নিয়ে বরিশাল রওনা দিয়েছি। কিন্তু বাস না চলায় গাড়ি পাচ্ছি না। কতক্ষণে পাব জানি না।’
বাবুগঞ্জে গণপরিবহন বন্ধ থাকায় রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে বলছেন, শুক্রবার থেকে গাড়ি বন্ধ থাকার বিষয়ে জানেন না। জরুরি প্রয়োজনে রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েছেন তারা।
এদিকে হিজলা উপজেলায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চলা পরিবহন ধর্মঘটে রাস্তায় নেমে বিপদে পড়েন অনেকে। বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন বলেন, ‘আমাদের শ্রমিকদের বেতন ভাতা দিতে কষ্ট হচ্ছে। এখন আবার তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। তাই আমরা অনির্দিষ্টকালের জন্য পরিবহন বন্ধ করে দিয়েছি।’