কুড়িগ্রামে আসিফ ইকবাল ওরফে শামীম নামের ১৬ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামীমের বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের রৌমারী পাড়ায়।
পুলিশ জানায়, শুক্রবার কুড়িগ্রাম সদরের কৃষ্ণপুর এলাকার এক নারীর দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা চুরি হয়। চুরির রহস্য উদ্ঘাটন করতেই শহরের রৌমারী পাড়ায় ধরা পড়েন শামীম। এ সময় তাঁর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, শামীম তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে চুরির চারটি মামলাসহ মাদকের নয়টি মামলা ও অন্যান্য ধারার তিনটি মামলাসহ ১৬টি মামলা রয়েছে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর কারাগারে পাঠানো হয়।