বাসস, ঢাকা
বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেছেন, পোশাক শিল্প শুধুমাত্র বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে না, দেশের জন্য গৌরবও এনে দিচ্ছে।
তিনি বলেন, পোশাক শিল্প বিশ্বব্যাপী ‘মেইড ইন বাংলাদেশ’ ট্রেড মার্ক বহন করছে এবং আমরা এতে গর্বিত। এ শিল্পের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন। তৈরি পোশাক শিল্প দেশের উন্নয়নের পরবর্তী ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রাজধানীতে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও এসটেক্স ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ফারুক হাসান।