সখীপুর উপজেলার একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা ফাতেমা আক্তারকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা ডাকবাংলো চত্বরে শুভসংঘ স্বেচ্ছাসেবী সংগঠন এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে চর্যাপদ গবেষক অধ্যাপক আলীম মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া ফাতেমা আক্তারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এম ওসমান গণি, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, অধ্যক্ষ সাঈদ আজাদ, বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুল্লাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার প্রমুখ আলোচনায় অংশ নেন।