২০১৮ রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা জেতাতে না পারলেও ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন হ্যারি কেইন। ইংলিশ অধিনায়ক অবশ্য কাতারে এখনো জালের খোঁজ পাননি। তবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে ইতিমধ্যে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে।