নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে একই পরিবারের নারীসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার উপজেলার বারদী ইউনিয়নের আলমদী টানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত রেখা বেগম সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বারদি ইউনিয়নের আলমদী টানপাড়া গ্রামের আফসারউদ্দিনের সঙ্গে একই গ্রামের সেরাজ মিয়ার জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে।
এ বিরোধকে কেন্দ্র করে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সেরাজ মিয়ার নেতৃত্বে সুমন, পারুল বেগমসহ ১৫-২০ জন আফসারউদ্দিনের বাড়িতে প্রবেশ করে হামলা করে বাড়িঘর ভাঙচুর করে। এতে বাধা দিলে আফসার উদ্দিনের স্ত্রী রেখা বেগম ও মেয়ে শান্তা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে জান হামলাকারীরা।
আহত শান্তা আক্তার বলেন, ‘হামলাকারী আমার চাচা। দীর্ঘদিন ধরে আমার বাবার সম্পত্তি জোর করে দখল করে রেখেছেন। আমার বাবা এ সম্পত্তি চাওয়াতে আমাদের বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট করে। আমার বাবাসহ আমার পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।’
অভিযুক্ত সেরাজ মিয়ার সঙ্গে যোগাযোগ হলে তিনি সম্পত্তি দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘কথা-কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এতে আমিও আহত হয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। ইতিমধ্যেই তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।