তারাকান্দা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। উৎসবমুখর পরিবেশে এই দিন বিকেল ৫টা পর্যন্ত ৬২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে চেয়ারম্যান পদে ৭০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৫ জন ও সদস্য পদে ৪২১ জন মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে তারাকান্দা ইউপিতে ৮ জন, বানিহালা ইউপিতে ৬ জন, কাকনী ইউপিতে ৭ জন, গালাগাঁও ইউপিতে ৬ জন, বালিখাঁ ইউপিতে ৬ জন, ঢাকুয়া ইউপিতে ৮ জন, রামপুর ইউপিতে ৭ জন, কামারিয়া ইউপিতে ৯ জন, কামারগাঁও ইউপিতে ৫ জন এবং বিসকা ইউপিতে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেন।
তারাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম সাইদুজ্জামান জানান, যাচাই-বাছায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ ৩-৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর। এই উপজেলার ১০টি ইউপির মধ্যে তারাকান্দা, গালাগাঁও, কাকনী ও ঢাকুয়া এই চারটি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।