হোম > ছাপা সংস্করণ

যুবদলের কর্মিসভায় যুবলীগের বাধা

গাজীপুরের শ্রীপুরে যুবদলের কর্মিসভায় পুলিশ ও যুবলীগের নেতা–কর্মীদের বাধার মুখে পণ্ড হয়েছে। গতকাল সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বরমী ইউনিয়ন ইউনিয়নের বরামা এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাহ্ বলেন, বরমী ইউনিয়ন যুবদলের কমিটি গঠনের জন্য ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরামা এলাকায় কর্মিসভার আয়োজন করা হয়। এতে উপজেলা যুবদলসহ ইউনিয়ন যুবদলের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত হন। আলোচনা সভা চলাকালে যুবলীগের কর্মী মো. ফয়সালের নেতৃত্বে বেশ কয়েকজন এসে অনুষ্ঠান ভেঙে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন।

আতাউর বলেন, এর কিছু সময় পর শ্রীপুর থানা-পুলিশের একাধিক সদস্য অনুষ্ঠানের অনুমতি জানতে চায়। তখন জানানো হয়, কর্মিসভার অনুমতি নেই। তবে এর জন্য কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না। এসব কথা বলার পরও যুবলীগ নেতা ফয়সালের নেতৃত্বে অনুষ্ঠানের ব্যানার ও মাউথপিস নিয়ে যাওয়া হয়। পুলিশ যুবদলের এক কর্মীর ব্যবহৃত মোটরসাইকেল থানায় নিয়ে যায়। এরপর ইউনিয়ন গুন্টিগড় এলাকা থেকে কাগজ পত্র দেখিয়ে ছাড়িয়ে আনা হয়।

যুবলীগ কর্মী মো. ফয়সাল আহমেদ বলেন, অনুমতি ছাড়া যুবদল মিটিং করছিল। খবর পেয়ে যুবলীগের নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে মিটিং বন্ধ করার জন্য জানানো হয়। তারপরও যুবদল মিটিং বন্ধ করেনি। পরবর্তীতে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। মাউথপিস ও ব্যানার ছিনিয়ে নেওয়ার বিষয়টি সঠিক নয়।

কর্মিসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব মাইদুর রহমান সজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন সবুজ, যুগ্ম আহ্বায়ক মো. সোহেল মন্ডল প্রমুখ।

শ্রীপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, অনুমতি না নিয়ে যুবদলের নেতা–কর্মীরা অনুষ্ঠানের আয়োজন করে। এমন খবরে অনুষ্ঠান স্থলে উপস্থিত হলে নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়। মোটরসাইকেল জব্দের বিষয়টি সঠিক নয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ