ইউটিউবে প্রচারিত মাইদুল রাকিব রচিত ও পরিচালিত ড্রামা সিরিজ ‘গার্লস স্কোয়াড’ জনপ্রিয়তা পাওয়ায় নির্মাতা বানাচ্ছেন ‘গার্লস স্কোয়াড সিজন টু’। আর নতুন সিজনে যোগ দিয়েছেন অভিনেতা জাহের আলভী ও তানিয়া বৃষ্টি। ১২ মার্চ রুকাইয়া জাহান চমকের সঙ্গে অভিনয় করলেন সিজনের নতুন অতিথি তানিয়া বৃষ্টি ও আলভী। আলভী বলেন, ‘গার্লস স্কোয়াডে আমার এন্ট্রিটা এককথায় অসাধারণ, ভীষণ ভালো লেগেছে। আর গল্পটাও আমার ভালো লেগেছে।’ তানিয়া বৃষ্টি বলেন, ‘গার্লস স্কোয়াডে আমিও নতুন যোগ দিলাম। গল্পটা সমসাময়িক জীবনধারার। মাত্র তো শুরু করেছি। ভালো লাগছে।’
নির্মাতা জানিয়েছেন শিগগিরই ‘গার্লস স্কোয়াড’-এর সিজন টু প্রকাশ করা হবে।