হোম > ছাপা সংস্করণ

কাস্টমস কমিশনারের সঙ্গে চেম্বারের আলোচনা

সিলেট সংবাদদাতা

আমদানি-রপ্তানি বাণিজ্যে বিরাজমান সমস্যা নিয়ে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হকের সঙ্গে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের আলোচনা হয়েছে। গতকাল বুধবার বিকেলে কাস্টমস কমিশনারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ সুনামগঞ্জের আমদানিকারকদের আবেদনের প্রেক্ষিতে ছাতক স্থল শুল্ক স্টেশনের আওতায় তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী দিয়ে ভারতের মেঘালয় থেকে পাথর, কয়লা ইত্যাদি আমদানির সুযোগ দেওয়ার অনুরোধ করেন।

তিনি বলেন, এ রুট দিয়ে পণ্য আমদানি চালু হলে সরকার ও আমদানিকারকেরা লাভবান হবেন। এ ছাড়া তিনি তামাবিলের বিপরীতে ডাউকি এলসি স্টেশনে ওয়েট মেশিন স্থাপনের ব্যবস্থা গ্রহণ, শেওলা স্থলবন্দরের নো ম্যান্স ল্যান্ড থেকে কমপক্ষে ৫ কিলোমিটার দূরত্বে ওয়েট মেশিন স্থাপন, তামাবিল স্থলবন্দর দিয়ে কাঁচামাল আমদানিসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

কাস্টমস কমিশনার মোহাম্মদ আহসানুল হক বলেন, জাদুকাটা নদী রুট দিয়ে কয়লা, পাথর ইত্যাদি আমদানি চালুর লক্ষ্যে আগামী ১৭ তারিখে কাস্টমস বিভাগের একটি টিম এলাকাটি পরিদর্শন করবেন। ওই রুট দিয়ে ভারত থেকে পণ্য আমদানির সম্ভাব্যতা নিরূপণ সাপেক্ষে ৩ মাসের জন্য একটি পাইলট প্রজেক্ট গ্রহণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

সভায় বক্তব্য দেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ নজির হোসেন, সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ