মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন কার্যক্রম ও ভোট গ্রহণ স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
গতকাল সোমবার নির্বাচন পরিচালনা-২ উপসচিব মো. আতিয়ার রহমান ও নির্বাচন ব্যবস্থাপনা সমন্বয়-২ সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
গত ১২ সেপ্টেম্বরের একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এই নির্বাচন স্থগিত করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।