গাইবান্ধার সুন্দরগঞ্জে গোয়াল ঘরের মশার কয়েল থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের চারটি গরু ও দুইটি ছাগলসহ প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে । গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে শফিউল হোসেন (৫০) গোয়াল ঘরের মশা তাড়াতে কয়েলে ধরিয়ে দেন। পরে ভোরে আগুনের বিকট শব্দে ঘুম ভাঙে তাঁর। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে চারটা গরু, দুইটি ছাগলসহ পুরো গোয়াল ঘর পুড়ে যায়
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, প্রকল্ল বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মণ্ডল, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ও চেয়ারম্যান মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। শেষে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ দশ হাজার টাকা ও খাবার দেওয়া হয়।