হোম > ছাপা সংস্করণ

সৌদিতে বাংলাদেশি যুবকের রক্তাক্ত লাশ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সৌদি আরবে কর্মস্থল থেকে আবদুর রহমান নামে এক বাংলাদেশি যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আবদুর রহমানের বাবা মো. হানিফ ও ভাই আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের দাবি, আবদুর রহমানকে হত্যা করা হয়েছে।

রহমান লক্ষ্মীপুরের কমলগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের উত্তর চরলরেন্স গ্রামের বাসিন্দা। গত ১ মে সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে আল হারমোলিয়াহ এলাকায় তাঁর কর্মস্থল ছাগলের একটি খামার থেকে মরদেহ উদ্ধার করে সেখানকার পুলিশ।

সৌদি আরবে কর্মরত আবদুর রহমানের ভগ্নিপতি মো. ইউছুফের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানান, আবদুর রহমানের সঙ্গে সুদানি এক সহকর্মীর ঝগড়া হয়েছিল। ঝগড়ার একদিন পর তাঁর (আবদুর রহমান) মরদেহ পাওয়া যায়। আবদুর রহমানকে খুন করে তাঁর লাশ রাস্তার পাশে ফেলে রেখে গাড়ি চাপায় মৃত্যু হয়েছে বলে প্রচার করে মালিকপক্ষ। এ ঘটনায় পুলিশ এক সৌদি নাগরিক ও একজন সুদানি নাগরিককে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে বলেও জানায় পরিবার।

রহমানের মা লাকী বেগম বলেন, ‘সৌদি আরবে ঈদের আগের দিন বিকেলে ছেলের সঙ্গে তাঁর শেষ কথা হয়। কথা বলার এক ফাঁকে হঠাৎ করে আবদুর রহমান চিৎকার দিয়ে বলে উঠে মা আজরাইল আইছে! এ কথা বলেই ফোন কেটে দেয়। এরপর বারবার ফোন দিয়েও তাঁকে পাওয়া যায়নি। পরে জানা গেছে, এক সহকর্মীর ঝগড়ার জেরে সে খুন হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ