বগুড়ার সারিয়াকান্দিতে পূর্বশত্রুতার জেরে শ্যালো মেশিন ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। ফলে ক্ষতির মুখে সদ্য রোপণ করা বোরো ধান। এতে পানি না পেয়ে বিপাকে কৃষকেরা। গত বুধবার এ ঘটনায় শ্যালো মেশিনের চালক সুলতান সরকার থানায় অভিযোগ দিয়েছেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বড়ইকান্দি গ্রামের সুলতান সরকারের শ্যালো মেশিন মঙ্গলবার বিকেলের কোনো এক সময় একই গ্রামের জিহাদ প্রধান ভাঙচুর করেন। এতে ওই শ্যালো মেশিন প্রজেক্টের আওতায় প্রায় ৯ বিঘার বেশি জমির সদ্য রোপণ করা বোরো ধান ক্ষতির সম্মুখীন হয়েছে। রোপণ করা বোরো ধানের গাছ মরে যাচ্ছে।
শ্যালো মেশিনের চালক সুলতান সরকার বলেন, ‘প্রতিপক্ষের সঙ্গে আমার জমিজমা নিয়ে শত্রুতা ছিল। এরই জেরে তাঁরা আমার শ্যালো মেশিন ভাঙচুর করেছেন। আমাকে একা পেয়ে তাঁরা ভয় প্রদর্শন করছেন। এ বিষয়ে আমি প্রশাসনের সহযোগিতা চেয়েছি। জমির বিষয়ে আমার পক্ষে আদালতের রায় আছে।’
তবে জিহাদ প্রধান বলেন, ‘জমিটা আমাদের। তাই জমি আমরা দখলে নিয়েছি।’
সারিয়াকান্দি থানার পুলিশের উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তভার চন্দনবাইশা ফাঁড়ি থানায় দেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’