নবীগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় দুই চেয়ারম্যান প্রার্থীসহ তিনজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসন্ন ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল, শোডাউন ও জনসভা করায় গজনাইপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমদাদুর রহমান মুকুলক, করগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নির্মলেন্দু দাশ রানা ও দীঘলবাক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ফখরুল ইসলাম জুয়েলকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার তথ্য নিশ্চিত করেছেন।