হোম > ছাপা সংস্করণ

সেরা কনটেন্ট নির্মাতা সখীপুরের শিক্ষক

সখীপুর প্রতিনিধি

ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে শিক্ষক বাতায়নের সেরা হয়েছেন সখীপুরের জ্যোৎস্না আক্তার। তিনি উপজেলার কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সম্প্রতি শিক্ষা বিষয়ক ওয়েব পোর্টাল ‘শিক্ষক বাতায়ন’ তাঁর ছবিসহ এ তথ্য প্রকাশ করেছে।

গতকাল শনিবার জ্যোৎস্না আক্তার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২০২১ সালের ২৪ জানুয়ারি জ্যোৎস্না আক্তারকে জেলা প্রাথমিক শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি দেয় ‘শিক্ষক বাতায়ন’।

শিক্ষক বাতায়ন সূত্রে জানা গেছে, সারা দেশে শিক্ষক-শিক্ষিকার মধ্যে এবার ৫ লাখ ২০ হাজার ১৯১টি কনটেন্ট শিক্ষক বাতায়নে আপলোড করা হয়। এর মধ্যে মডেল কনটেন্ট নির্বাচিত হয় ৯৫৩টি। এর মধ্যে অনলাইনে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদানের স্বীকৃতিস্বরূপ জ্যোৎস্না আক্তার দেশ নির্মাতা হিসেবে মনোনীত হন।

এ বিষয়ে জ্যোৎস্না আক্তার বলেন, শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহার সরকারের একটা বড় চ্যালেঞ্জ। শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন, ও মুক্ত পাঠের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করার প্রচেষ্টা চলছে। তিনি এই মাধ্যমটি কাজে লাগিয়ে তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সারা দেশের শিক্ষার্থীদের জন্য কিছু ভালো কনটেন্ট নির্মাণের চেষ্টা করেছেন। ভবিষ্যতেও এ চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শিক্ষক বাতায়নে তাঁর সর্বমোট ক্লাস ১৪৪টি, অনলাইন ক্লাস ৮৬টি, গুগল মিটে ক্লাস ৫৮টি, কনটেন্ট ৭৬ টি, ভিডিও কনটেন্ট ৪৬টি, ব্লগ ৩৮টি ও চিত্র ১৯৩টি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ