কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের ৬০ জন নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তাঁরা শপথ নেন।
শপথ বাক্য পাঠ করান কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া-মহেশখালী আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর হায়দার, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সিকদার, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর প্রমুখ।