হোম > ছাপা সংস্করণ

কাঠালিয়ায় লোকালয়ে দলছুট হনুমান

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় গত কয়েক দিন ধরে লোকালয়ে একটি হনুমান ঘুরে বেড়াচ্ছে। হনুমানটি দলছুট হয়ে সঙ্গীদের খুঁজে বেড়াচ্ছে বলে প্রাণিবিদ ও স্থানীয়রা মনে করছেন। হনুমানটিকে কেউ কোনো খাবার দিলে খাচ্ছে না। শুধু এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। প্রাণিবিদ অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান বলেন, বনভূমি কমে যাওয়ায় এরা অস্তিত্ব সংকটে পড়েছে বলে মনে হচ্ছে।

জানা গেছে, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার লোকালয়ে প্রায় একমাস ধরে একটি দলছুট হনুমান ঘুরে বেড়াচ্ছে। উপজেলার আওরাবুনিয়া, শৌলজালিয়া, সেন্টারের হাট, কচুয়া, লতাবুনিয়া ও বড় কাঠালিয়াসহ বিভিন্ন গ্রামে প্রায় একমাস ধরে হনুমানটিকে দেখা যায়। অবশেষে গত কয়েকদিন থেকে গ্রাম ছেড়ে উপজেলা শহরের সদর রোড ও তার আশেপাশের বিভিন্ন পয়েন্টের ভবন, মোবাইলের টাওয়ার ও গাছে দেখা যায় হনুমানটিকে।

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে হনুমানটিকে কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসার দিকে যেতে দেখা যায়। এসময় হনুমানটিকে দেখতে কৌতূহলী মানুষ ভিড় করে। কেউ কেউ আবার দূর থেকে মোবাইল ফোনে ছবি তুলছে। স্থানীয়রা খাবার দিলেও খাবার খেতে দেখা যায় না।

কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসা রোডের ব্যবসায়ী আল আমিন ও কালাম হাওলাদার জানায়, শুক্রবার দুপুরে হঠাৎ করে দোকানের সামনে একটি মুখপোড়া হনুমান দেখি। এসময় হনুমানটিকে খাবার দিলেও খাবার খায়নি। তখন লোকজন হনুমানটিকে দেখতে ভিড় করেন। শুনেছি গত কয়েকদিন থেকে মুখ পোড়া হনুমানটি উপজেলা পরিষদের সামনের রাস্তার আশেপাশে ঘোরাফেরা করছিল।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ