হোম > ছাপা সংস্করণ

আসবাব কেনায় ভুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংসার সাজাতে আসবাব দরকার। আবার আসবাব কেনার আগে যাচাই-বাছাই করাও বেশ জরুরি। নইলে ঘরে আনার পর বিপদে পড়তে পারেন।

মাপ না নেওয়া

কেনার আগে ঘরের যে জায়গায় আসবাব রাখবেন, সেই জায়গা মেপে নিন। এরপর দোকানে গিয়ে আসবাবের মাপ জেনে তারপর কিনতে হবে। ঘরের দরজা দিয়ে পছন্দের আসবাবটি সহজে ঢুকবে কি না, সেটাও জানতে হবে। এতে সহজেই বুঝতে পারবেন এই আসবাব আপনার ঘরের উপযোগী কি না।

একবারে সব কেনা

সংসারের জন্য অনেক কিছুই দরকার। তাই বলে সব আসবাব একসঙ্গে কিনবেন না। এতে বেশি ব্যয় হওয়ার ঝুঁকি থাকে। প্রথমে বড় বড় আসবাব, যেমন সোফা, ডাইনিং টেবিল ও খাট কেনার পর বাকি আসবাব কেনা ভালো। ছোট আসবাব পরে কিনলে ঘর সাজানো সহজ হয়।

ইচ্ছাকে প্রাধান্য না দেওয়া

যদি আসবাবের মান ভালো হয় এবং পছন্দ হয়ে যায়, তবে দ্বিধা না করে কিনে ফেলা ভালো। কারণ এগুলো বছর বছর কেনা যায় না। দীর্ঘদিন টিকে থাকবে এমন আসবাব কিনতে গেলে খরচ একটু বাড়বে। তাই ইচ্ছা ও পছন্দকে গুরুত্ব দিন।

স্টাইলকে বেশি গুরুত্ব দেওয়া

অনলাইনে স্টাইলিশ আসবাব দেখেই কিনে ফেলবেন না। স্টাইলকে গুরুত্ব দিতে গিয়ে আসবাবের মানে ছাড় দেবেন না। তাই সরাসরি শোরুমে গিয়ে দেখুন। সোফা ও চেয়ার আরামদায়ক কি না, খাটের উচ্চতা কেমন কিংবা কোন উপকরণে বানানো, সেগুলো যাচাই করুন। নিয়মিত যত্ন নেওয়ার বিষয়টিও মাথায় রাখুন।

ট্রেন্ড অনুসরণ করা

সোফার মতো আসবাব কেনার ক্ষেত্রে ট্রেন্ডকে প্রাধান্য দেবেন না। কাঠ কেমন, সোফার কভার খোলা যায় কি না বা দীর্ঘ দিন টিকবে কি না, সেসব দেখে নিন। আপনার যে সোফা পছন্দ হচ্ছে, সেটা পরের বছরই ট্রেন্ডি থাকবে কি না, আপনি জানেন না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ