হোম > ছাপা সংস্করণ

এক দিনে ৩ সিনেমায় চুক্তিবদ্ধ

সিনেমা থেকে ওটিটি—সবখানেই দাপিয়ে বেড়াচ্ছেন রাশেদ মামুন অপু। সম্প্রতি মুক্তি পাওয়া বেশির ভাগ সিনেমায়ই দেখা গেছে তাঁকে। অভিনয়ের দ্যুতি ছড়িয়ে প্রশংসাও কুড়িয়েছেন। এখনো তাঁর ঝুলিভর্তি কাজ।

গতকাল এক দিনেই তিন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অপু। সিনেমাগুলো হলো জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘চাদর’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’। এক দিনেই হ্যাটট্রিক হলো তাঁর। অপু বলেন, ‘তিনটি সিনেমা নিয়ে অনেক দিন থেকেই আলোচনা হচ্ছিল। শুটিংয়ের ব্যস্ততায় চুক্তি স্বাক্ষর করা হচ্ছিল না। বুধবার সময় মিলতেই তিনটি সিনেমারই সাইন করে ফেললাম।’

সরকারি অনুদান পাওয়া ‘চাদর’ সিনেমাটি প্রযোজনা করছে এফডিসি। ইতিমধ্যে কিছু অংশের শুটিং হয়েছে। অংশ নিয়েছেন শবনম বুবলী, সাইমন সাদিকসহ অনেকে। অন্য দুটি সিনেমার শুটিং এখনো শুরু হয়নি।

শুটিং শিডিউল নিয়ে অপু বলেন, ‘আগামী ৪ অক্টোবর থেকে জাকির হোসেন রাজুর ‘‘চাদর’’-এর শুটিংয়ে অংশ নেব। নভেম্বরের মাঝামাঝি সময়টুকু দিয়েছি বন্ধন বিশ্বাসের ‘‘লাল শাড়ি’’র জন্য। আর চয়নিকা চৌধুরীর শিডিউল দিতে হবে ডিসেম্বরের দিকে।’

চাদর সিনেমায় বস্তির এক সন্ত্রাসীর চরিত্রে থাকবেন অপু। এ ছাড়া লাল শাড়ি সিনেমায় অভিনয় করবেন গ্রামপর্যায়ের এক রাজনৈতিক নেতার চরিত্রে। নিজের স্বার্থ উদ্ধারের জন্য যে সবকিছু করতে পারে। আর প্রহেলিকায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে হাজির হবেন অপু।

অপুর এখন ভীষণ ব্যস্ততা। তিনি বলেন, ‘ব্যস্ততাকে আমি আশীর্বাদ মনে করছি। দীর্ঘদিনের চেষ্টা ও স্ট্রাগলের ফল হাতে আসছে। খুব সাবধানতার সঙ্গে বেছে বেছে এবং আনন্দ নিয়ে কাজগুলো করছি।’

রাশেদ মামুন অপুকে সর্বশেষ দেখা গেছে ‘নিঃশ্বাস’ নামের একটি ওয়েব ফিল্মে। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি ১৫ সেপ্টেম্বর চরকিতে মুক্তি পেয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ