হোম > ছাপা সংস্করণ

স্বামীর চেয়ে স্ত্রী ৬১ বছরের বড়!

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভায় স্বামী আব্দুল হাকিমের (৪২) চেয়ে তাঁর স্ত্রী সালমা ৬১ বছরের বড়। পরিচয়পত্রে ভুলের কারণে এ ঘটনা ঘটে।

জানা যায়, সালমা পৌরসভার জগৎপট্টি ওয়ার্ডের বাসিন্দা। তিনি একজন গৃহিণী। সালমার স্বামী আব্দুল হাকিম পেশায় একজন দিনমজুর। সালমার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ ১৯১৮ সালের ডিসেম্বরের ৫ তারিখ। তাতে সালমার বয়স হয় ১০৩ বছর ১৪ দিন। আর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী স্বামী আব্দুল হাকিমের জন্ম তারিখ ১৯৭৯ সালের মার্চ মাসের ১৬ তারিখ। সেই হিসেবে আব্দুল হাকিমের বয়স দাঁড়ায় ৪২ বছর ৯ মাস ৩ দিন। জাতীয় পরিচয়পত্রের এই ভুলের কারণে দেখা যায় স্ত্রী সালমা বেগম স্বামী আব্দুল হাকিমের চেয়ে ৬১ বছরের বড়। বিষয়টি নিয়ে ওই গ্রামের প্রতিবেশীরা ওই দম্পতিকে নিয়ে হাস্যরস করে বেড়াচ্ছেন।

ভুক্তভোগী গৃহবধূ সালমা বলেন, ‘ওতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু পরিচয়পত্র সংশোধনের জন্য অফিসে গিয়েছিলাম। ৩–৪ হাজার টাকা লাগবে বলেছে। আমার পরিচয়পত্র তো আমি বানাই নি। ওরা ভুল করেছে, ওদের ভুলের টাকা আমি কেন দেব?’

উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হারুনের কাছে জানার জন্য অফিসে গেলে সাবেরুল ইসলাম নামে এক ব্যক্তি অফিসের কম্পিউটার অপারেটর পদের পরিচয় দিয়ে বলেন, ‘তিনি ভারত গেছেন। আগামী মাসের ৫–৬ তারিখের মধ্য আসবেন। ওই নারীর আইডি কার্ডের বয়স সংশোধনের জন্য পৌরসভার মেয়রের প্রত্যয়নপত্র, অনলাইন জন্মসনদের কপি ও স্বামীর আইডি কার্ড লাগবে। ব্যাংকে ৩৫০ টাকার পে-অর্ডার করতে হবে। সঠিক বয়স প্রমাণের জন্য সিভিল সার্জনের একটা প্রত্যয়নপত্র লাগতে পারে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ