হোম > ছাপা সংস্করণ

‘শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি সমৃদ্ধ হয়েছে’

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘বঙ্গবন্ধু চেয়েছিলেন সুখী ও সমৃদ্ধিশালী বাঙালি জাতি পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করুক। আজকে শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধিশালী বাঙালি জাতি পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী পৃথিবীর বুকে বাঙালি জাতিকে প্রতিষ্ঠিত করেছেন। একটি দেশের জনগণের সরকারের কাছে চাহিদা থাকে পাঁচটি বিষয়। অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এবং চিকিৎসা। আজকে প্রধানমন্ত্রী এই পাঁচটি জিনিসের নিশ্চয়তা দিতে সক্ষম হয়েছেন। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।’

গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিজয়ের ৫০ বছর উপলক্ষে ওই বিদ্যালয়ে বিজয় সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কুমার কর্মকার। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ