হোম > ছাপা সংস্করণ

ম্যানেজিং কমিটির নির্বাচন হচ্ছে না, তফসিল বাতিল ঘোষণা

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরি উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ জুন এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন হওয়ার কথা ছিল। অভিভাবক প্রতিনিধি প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনের তফসিল বাতিল করা হয়।

জানা গেছে, অভিভাবক প্রতিনিধি পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। এর মধ্যে অনিয়মতান্ত্রিকভাবে ৭ জন প্রার্থীর নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহারের জন্য স্থানীয়ভাবে বসে স্বাক্ষর নিয়ে বাকি ৩ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এ নিয়ে এলাকায় জল্পনা-কল্পনা সৃষ্টি হলে ৭ জন প্রার্থী তাদের প্রার্থিতার বৈধতা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং অফিসারের বরাবরের অভিযোগ দাখিল করে।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ৯ জুন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে সমির সরকার, আনিছুর রহমানসহ ৭ জন প্রার্থী উপস্থিত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে অভিযোগ আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক নির্বাচনের তফসিল বাতিল ঘোষণা করে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অ্যাডহক কমিটি গঠন করার পরামর্শ দেন। কারণ বিদ্যালয়ের বর্তমান কমিটির মেয়াদ ২২ জুন পর্যন্ত।

নিয়ম অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করতে হলে এক মাস আগে ঘোষণা দিতে হয়। এ কারণে অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

বিদ্যালয় নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন জানান, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণার পর ত্রুটি-বিচ্যুতির কারণে এবং এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নির্বাচনের তফসিল বাতিল করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান জানান, বিভিন্ন জটিলতার কারণে নির্বাচনের তফসিল বাতিল ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে অ্যাডহক কমিটি গঠনের পর পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ