বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা দিবসে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারসহ এটি অতিরিক্ত সেবনের ফলে এর ক্ষতিকর প্রভাব নিয়ে বগুড়া, জয়পুরহাটে আলোচনা সভা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
শেরপুর (বগুড়া): ‘স্প্রেড অ্যাওয়ারনেস, স্টপ রেজিস্ট্যান্স’ এই স্লোগানে অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা প্রতিরোধে পালিত হয়েছে দিবসটি। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ দপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক উত্তম কুমার দাস।
আলোচনায় বক্তারা অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা ও সতর্কতা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা বলেন, বর্তমানে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ভয়াবহ আকার ধারণ করেছে। এটি বন্ধ করতে না পারলে যেকোনো রোগ নিরাময় কঠিন হয়ে পড়বে। তাই শুধু চিকিৎসকের পরামর্শে সঠিক মাত্রায় যথাযথ অ্যান্টিবায়োটিকের প্রয়োগ নিশ্চিত করতে হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে পশু খামারি, পশু চিকিৎসকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষ একটি সংক্ষিপ্ত শোভাযাত্রা বের করা হয়।
কালাই (জয়পুরহাট) : ‘হোক সচেতনতার বিস্তার, চাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে নিস্তার’-এ স্লোগানে কালাইয়ে আলোচনা সভা হয়।
গতকাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সভাকক্ষে চিকিৎসা কর্মকর্তা নূর আলম সেখানে সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর আসাদ উজ জামান। এ সময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহীন রেজা প্রমুখ।