হোম > ছাপা সংস্করণ

শুধু আর্থিক অনিয়মই নয় কাজে অবহেলাও দুর্নীতি

‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ প্রতিপাদ্যে গতকাল শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এ উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দুর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে বা কাজে অবহেলাও দুর্নীতি। সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। প্রতিনিধিদের পাঠানো খবর:

সিলেট: সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান। প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

কোম্পানীগঞ্জ: সকালে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়জুর রহমান মাস্টার প্রমুখ।

সুনামগঞ্জ: সকালে জাদুঘর প্রাঙ্গণে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

কমলগঞ্জ (মৌলভীবাজার): বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।

রাজনগর: বেলা ১১টায় উপজেলা পরিষদের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার মিতা। বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. জিল্লুর রহমান, রাজনগর থানার ইন্সপেক্টর তদন্ত হুমায়ূন কবির, প্রভাষক শাহানারা রুবি, রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো জিল্লুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শংকর দুলাল দেব, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর প্রমুখ।

সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ