সোনারগাঁয়ের বিষাক্ত মদপানে হোসেন সোহান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্রাট হোসেন উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় শনিবার রাতে মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকায় নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করে।
সম্রাট হোসেন সোহান উপজেলার ঝাউচর গ্রামের তোফায়েল আহমেদ স্বপন মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।
গত ৯ জানুয়ারি মদপানে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বাবুর (৩০) মৃত্যু হয়।