নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে প্রেসক্লাবের সামনে ঐক্য ন্যাপ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে জেলার শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ পরিবার-পরিজন নিয়ে সংকটে পড়েছেন। লাগামহীনভাবে গণপরিবহনের ভাড়া বেড়ে গেছে। অথচ এ সংকট সমাধানে সরকারের কোনো পদক্ষেপ নেই। অবিলম্বে জ্বালানি তেলসহ সব ধরনের নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানানো হয় মানববন্ধনে। এ ছাড়া নরসিংদীর চরাঞ্চলে ছয় নিহতসহ দেশজুড়ে নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রঞ্জিত কুমার সাহা, জেলা শাখার সহসভাপতি নূরুল ইসলাম মাস্টার প্রমুখ।